শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:-শায়েস্তাগঞ্জ (ইউসাস)এ্রর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
গত ৪ জুলাই সোমবার ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ (ইউসাস) কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল এবং ইফতার পরবর্তি একটি সাধারণ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসাসের সাবেক সভাপতি ও ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা জনাব বশির আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসাসের অন্যতম পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা জনাব হাবিবুর রহমান, ইউসাসের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মজিদ, ইউসাসের পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা জনাব মুজিবুর রহমান, ইউসাসের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল উদ্দিন, ইউসাসের পৃষ্ঠপোষক ও পরামর্শদাতা
জনাব ড. এম এ মোতালিব ও সাবেক ঊষা সভাপতি জনাব মাহবুবুর রহমান। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউসাসের বর্তমান সভাপতি জনাব আব্দুল মুহিত পারভেজ এবং সভা পরিচালনা করেন ইউসাসের বর্তমান সাধারণ সম্পাদক জনাব নাজমুল হোসেন।
উক্ত আলোচনা সভায় বক্তারা ইউসাসকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় ও ইউসাসের ভবিষ্যৎ
পরিকল্পনা এবং এর মাধ্যমে কিভাবে শায়েস্তাগঞ্জের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়মূখী করা যায়, সে বিষয়ে বিস্তারিত
আলোচনা করেন।
উল্লেখ, ইউসাস ১৯৯২ সালে শায়েস্তাগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলা ও
শায়েস্তাগঞ্জের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠিত।