আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র কাবা শরিফের কাছে পদপিষ্ট হয়ে আহত হয়েছে ১৮ জন। পবিত্র শবে কদরে নামাজ আদায়কে কেন্দ্র করে সৃষ্ট হুড়োহুড়িতে এ আহতের ঘটনা ঘটে।
সৌদি আরবের আল-রিয়াদ সংবাদপত্রের বরাত দিয়ে আল-আরাবিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার রাতে লাখো মুসল্লি কাবা শরিফে শবে কদরের নামাজ আদায়ে হাজির হন। শবে কদর রমজান মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাত। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়।
আল-রিয়াদ সংবাদপত্রে বলা হয়েছে, আহত মুসল্লিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম কাবা শরিফে পবিত্র ওমরাহ পালনে আসেন। বিশেষ করে রমজানের শেষ দশ দিন ওমরাহ পালনকারীদের সমাগম থাকে বেশি।
এমন সময় কাবা শরিফের পাশে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটল, যখন এ বছর হাজিদের নিরাপত্তা নিয়ে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়ন করার দাবি করছে সৌদি আরব। এ বছর সেপ্টেম্বর মাসে পবিত্র হজ পালিত হবে।
হাজিদের নিরাপত্তার নতুন নিয়মের মধ্যে সবচেয়ে আলোচিত হলো হাজিদের নিরাপত্তামূলক ব্রেসলেট পরা বাধ্যতামূলক করা। এ ব্রেসলেটে হাজিদের পরিচয় ও তাদের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণ করা হবে।
প্রতিবছর হজ এবং ওমরাহ উপলক্ষে সৌদি আরবে লাখ লাখ মুসল্লির সমাগম হয়। উল্লেখ্য, গত বছর হজে পদদলিত হয়ে মারা যান ৭৭০ হাজি। সৌদি আরব কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানালেও ইরান দাবি করে, নিহতের প্রকৃত সংখ্যা চার সহস্রাধিক। তবে এ বছর হাজিদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj