চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন শপিংমল ও বিপণিবিতানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ বাজার। মাকের্টগুলোতে ভারতীয় পোশাক বেশি পাওয়া যাচ্ছে। আর এসব পোশাকের বেশির ভাগই আসছে সীমান্তের চোরাই পথে। ফলে দেশীয় পোশাক বিক্রি হচ্ছে কম।
চোরাকারবারীরা সীমান্ত এলাকা দিয়ে অবাধে নিয়ে আসছে ভারতীয় পণ্য। ক্রেতাদের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে বাহারি সাজে সাজানো হয়েছে মার্কেটগুলো। বিক্রি বাড়াতে পণ্যে দেয়া হচ্ছে মূল্যহ্রাস ও কুপন। ক্রেতাদের মতে, মার্কেটগুলোতে পছন্দের পোশাক পাওয়া গেলেও মূল্য পছন্দ না হওয়ায় কিনতে পারছেন না সাধারণ মানুষ। এদিকে ঈদ আনন্দের খোরাক পেতে সাধ্যমত দাম দিয়ে পোশাক কিনতে ছিন্নমূল ও নিু আয়ের মানুষ খোঁজাখুজি করছেন ফুটপাতের দোকানগুলোতে।
১৫ রমজানের পর থেকে শহরের শাহজালাল মার্কেট, কিবরিয়া মার্কেট, তালুকদার মার্কেট, নিরঞ্জন প্লাজা, মুসলিম প্লাজা, জাহির সুপার মার্কেট, দক্ষিণ বাজার ও উত্তর বাজার এলাকার পোশাক বিতান, বুটিক হাউস, কসমেটিক্স, গহনার দোকান এবং জুতার দোকানগুলোতে সকাল থেকে রাত অবধি চলছে ক্রেতা ও বিক্রেতাদের কেনাবেচার ধুম।
বিপণিগুলোতে এসেছে বয়সভিত্তিক নারী ও পুরুষ এর জন্য আকর্ষণীয় থ্রিপিস, পাঞ্জাবি, ফতুয়া, লেহেঙ্গা, লুঙ্গি, টি-শার্ট, জিন্স পেন্ট, শেরোয়ানী এবং দেশী-বিদেশী নানা ধরন ও দামের শাড়ি।
পোশাকগুলোর নামের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য যেমন শাড়ির মধ্যে রয়েছে জুট কাতান, ক্যাটরিনা, জামদানি সিল্ক, দেশীয় তাঁত, বাংলাদেশী তাঁত, তিশুমিতার, জর্জেট ইত্যাদি। এ গুলো ৫-৪০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে বলে জানান রাসেল গার্মেন্টের স্বত্বাধিকারী এস আর মাসুদ।
তরুণীদের মধ্যে এবার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ভারতীয় সিরিয়ালের বিভিন্ন থ্রি-পিস। এছাড়াও বাজারে রয়েছে সোনাক্সি, মহিনি, খাগড়া, আশিকী, সুট আউট এর মতো থ্রি-পিস। থ্রি-পিসগুলো প্রকার ভেদে ১ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ছেলেদের জন্য বাজারে জিন্স পেন্ট এর মধ্যে এসেছে টিসু, বেক্ষকবেরী, ইটালিয়ান, ইন্ডিয়ান, ডিজিএল, ডেজেল, আরমানি, কিউজি। পাঞ্জাবিগুলোর মধ্যে রয়েছে লিমিট, তুষা, এগ্রো, আড়ং, চাঁদ, এন্ডিকটন, এন্ডি সিল্ক ইত্যাদি।
এর মধ্যে চুনারুঘাটের তরুণদের মধ্যে বার্ডস আই, বিন্দু ও লিমিট এর পাঞ্জাবি চাহিদা বেশি। রেডিমেইড দোকানগুলোতে ছোটদের জন্য রয়েছে বাহারি ডিজাইন ও কার্টুনের নামকরণে নানা পোশাক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj