হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দরিদ্র জনগনের মধ্যে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে।
শনিবার সকালে হবিগঞ্জ পৌরএলাকার ভিজিএফ’র চাল বিতরন কর্মসুচী উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
হবিগঞ্জ পৌরসভার উমেদগনর পৌর হাই স্কুলে ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দুঃস্থ ও দরিদ্র মানুষের জন্য পবিত্র ঈদ উপলক্ষে মাথাপিছু ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল বরাদ্দ করেছে।
তিনি বলেন বর্তমান সরকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে। ফলে গ্রামগঞ্জে মানুষ অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করেছে।
এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন নতুন প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য সকলের উচিত শিশুদের স্কুলে পাঠানো।
তিনি বলেন দেশ যখন উন্নয়ন আর অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল বোমাবাজী ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিতে চাইছে। তিনি জঙ্গি ও বোমাবাজদের ব্যাপারে সর্তক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।তিনি বলেন জঙ্গি ও বোমাবাজরা দেশের শত্রু, দেশের মানুষের শত্রু ও ইসলামের শত্রু।
চাল বিতরন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল, পৌরসভার সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস প্রমুখ।
হবিগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬ শ ২১ জন কার্ডধারীকে জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। পৌরএলাকার ৬ টি কেন্দ্রে এ চাল বিতরন কর্মসুচী পালন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj