দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজীবাজার মাজার গেইট এলাকায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
এদিকে হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায়, সিলেটগামী একটি মিতালী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাধবপুর পৌরসভার সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী আশরাফুন্নেছা, কন্যা মৌ আক্তারসহ ১০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় মৌ চেতনা হারায়। বার বার কর্তব্যরত চিকিৎসককে বলার পরও শিশুকে চিকিৎসা দিতে আসেননি। এতে ক্ষোভ দেখা দেয়। এক পর্যায়ে রাগান্তিত হয়ে ওই ডাক্তার শিশুকে চিকিৎসা না করে সিলেট রেফার্ড করেন।
এ নিয়ে ডাক্তার ও প্রকৌশলীর স্বজনদের সাথে বাকবিত-া হয়। এ খবর পেয়ে হবিগঞ্জ পৌরসভার কর্মচারিরা সদর হাসপাতালে ছুটে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে নিরূপায় হয়ে প্রকৌশলী তার কন্যাকে নিয়ে সিলেট যান। তারা ঈদের ছুটিতে সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামে বাড়িতে যাচ্ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু মৌকে আইসিউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার পিতা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj