এম এ আই সজিব ॥হবিগঞ্জ-ইকরাম সড়কে কাবিলপুর নামকস্থানে জীপ (চান্দের গাড়ি) উল্টে খাদে পরে শ্রিপা রাণী দাশ রুমা (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছে।
সে বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামের শিশির মোহন দাসের স্ত্রী। এসময় গাড়িতে থাকা অপর ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ আলমবাজার থেকে ইকরাম এর উদ্দেশ্যে একটি চান্দের গাড়ি রওয়ানা দেয়। পথিমধ্যে গাড়িটি কাবিলপুর নামকস্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিপ্রা রানী দাসকে মৃত ঘোষনা করে।
এসময় গুরুতর আহত অবস্থায় মীরা রানী দাস, চম্পা রাণী দাশ, কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং আশংকাজনক অবস্থায় নরেন্দ্র চৌধুরী ও রোকেয়া বেগম নামে ২জন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মীরা রানী দাস, চম্পা রানী দাস, নরেন্দ্র চৌধুরী ও শিপ্রা রানী দাস একই পরিবারের সদস্য। তারা হবিগঞ্জ শহরের নোয়াহাটির বাসা থেকে ইকরামে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এদিকে আহতরা জানান, গাড়িটি মেয়াদউত্তীর্ণ ছিল। বারবার চালককে বলার পরও কর্ণপাত করেননি। ঘটনার পর থেকে চালক পালিয়ে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj