সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে আগামী ৬ জুলাই পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভৌগোলিক কারণে সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে ৭ জুলাই এদেশে ঈদ হতে পারে।
জ্যোতির্বিদ্যা ও মহাশূন্য বিজ্ঞান বিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাকের বরাতে ঈদের সম্ভাব্য তারিখের কথা জানায় সৌদি গেজেট।
ড. খালেদ বলেন, আশা করা হচ্ছে এবার পবিত্র রমজান মাসের দিন সংখ্যা হবে ৩০টি। ফলে আগামী ৬ জুলাই হবে শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ওইদিন পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
মহাকাশ বিজ্ঞান গবেষণা বিষয়ক আরব ইউনিয়নের সদস্য ড. খালেদ আল জাক জানান, তিনি এবং তার মতো অনেক গবেষকই মনে করেন এবার রমজান মাস ৩০ দিনের হবে। সে ক্ষেত্রে শাওয়াল মাস শুরু হবে আগামি ৬ জুলাই বুধবার।
এদিকে এবার সবচেয়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে রমজান পালিত হচ্ছে উল্লেখ্য করে ড. খালেদ বলেন, আসন্ন তিন বছর ধরে গরমের মধ্যেই রোজা রাখতে হবে। এরপরের বছরগুলোতে তাপমাত্রা কমতে থাকবে।
তিনি জানান, প্রত্যেক জলবায়ুচক্রে নয় বছর ধরে রমজান মাস অবস্থান করে। এ কারণে নয় বছর গ্রীষ্মকালে ও নয় বছর শীতকালে রোজা পালিত হয়।
চক্রাকারে রোজা ঘুরে শীত ও গ্রীষ্মে আসতে সময় লাগে জানিয়ে ড. খালেদ বলেন, ক্রাকারে প্রতি ৩৩ বছর পরপর হিজরি সন গ্রেগরিয়ন বছরের সাথে সমন্বিত হয়।
তিনি জানান, আগামী তিন বছর পর থেকে ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেই রমজান শুরু হবে। আর সাত বছর পর পুরোপুরি শীতকালেই রোজা পালন করা যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj