স্টাফ রিপোর্টার ॥ ‘হবিগঞ্জের বাণী’ নামে নতুন একটি দৈনিক পত্রিকা শিগগিরই হবিগঞ্জ থেকে প্রকাশিত হতে যাচ্ছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক সাবিনা আলম পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জিয়া উদ্দিন দুলালের হাতে পত্রিকাটির ডিক্লারেশনের কপি তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল প্রমুখ উপস্থিত ছিলেন। পত্রিকাটির সম্পাদক জিয়া উদ্দিন দুলাল ১৯৯৭ ইংরেজী সনে সাপ্তাহিক হবিগঞ্জ সমাচার পত্রিকার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন।
পত্রিকাটি দৈনিক হওয়ার প্রাক্কালে কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেলে সাপ্তাহিক খোয়াই পত্রিকায় ফ্রি-ল্যান্সার হিসেবে তিনি কিছুদিন কাজ করেন। পরবর্তীতে তিনি দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আয়না পত্রিকার চীফ রিপোর্টার, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পোস্টকার্ড, পাক্ষিক বিজয়, দৈনিক নিরপেক্ষ এবং দৈনিক সমাচার পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক স্বদেশবার্তা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj