চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ২টি ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোট পুর্ণ গণনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ রব (ঘোড়া)।
চেয়ারম্যান প্রার্থী আঃ রব জানান, গত ৪জুনের নির্বাচনের দিন বড়ব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নালমুখ সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র গুলোতে ভোট গণনার সময় তার এজেন্টদের বের করে দিয়ে ব্যাপক অনিয়ম করে তার বিজয় ঠেকানো হয়েছে। এমনকি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ রব এবং তার প্রধান এজেন্টকেও ঐ ২টি ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি ভোট গণনার সময়।
তিনি অভিযোগে আরও বলেন, ঐ ২টি ভোট কেন্দ্র বিজয়ী প্রার্থী রমিজ উদ্দিনের বাড়ি পাশে হওয়াতে সেখানে জোর পুর্বক জাল ভোট প্রদানেরও অভিযোগ করেন। ভোট কেন্দ্র গুলোতে ফলাফল দেওয়ার নিয়ম থাকলে রাত সাড়ে ৯টায় উপজেলা কন্ট্রোল রুমে ঐ ২টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়। ঐ ২টি কেন্দ্রে ভোট গণনার সময় ঘোড়া মার্কার কোন এজেন্টকে ভোট কেন্দ্রে রাখা হয়নি। এমন কি ঐ ২কেন্দ্রে ঘোড়া মার্কার কোন এজেন্ট ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেননি। উল্লেখ্য যে, ঐ নির্বাচনে চেয়ারম্যান পদে রমিজ উদ্দিন (আনারস) ৪৩৪৯ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি আঃ রব (ঘোড়া) ৪২৬৩ভোট পান।
এদিকে নির্বাচনের একদিন পর ৫জুন বড়ব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম এক সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর এজেন্ট বড়ব্দা গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে ফটিক মিয়া ভোট কেন্দ্রের ভিতরে ভোট গণনা সমাপ্ত হওয়ার পর গন্ডগোলের সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj