এম এ আই সজিব ॥ নবীগঞ্জের আলোচিত জোসনা হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত প্রধান আসামী জাকির হোসেন ও তার সহযোগিতারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে তাদেরকে ধরছে না পুলিশ। এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনসহ কঠোর কর্মসূচির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোসনাকে নবীগঞ্জের মদনপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে একদল দুর্বৃত্তরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোসনার ভাই রজব আলী বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোকতাদির আলম চৌধুরী ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন।
আসামীরা হল ঃ নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র জাকির হোসেন (৩৫), মৃত আব্দুর রহমানের পুত্র আকবর (৩৬), হাজী সামছুদ্দিনের পুত্র মহিউদ্দিন আহমেদ সুফি, মদনপুর গ্রামের আব্দুল্লাহর পুত্র আলামিনসহ ৭ জন। এ মামলার অপর ৩ আসামী ছদর মিয়া, তাজ উদ্দিন,জামির মিয়া জামিনে রয়েছে। কিন্তু হত্যাকান্ডের ও বহু অপকর্মের মূলহোতা জাকিরসহ ৪ জন এখন পর্যন্ত আদালতে হাজির হয়নি। গত ২১ মার্চ তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। এ ব্যাপারে ওসি আব্দুল বাতেন জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj