বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সীমান্তবর্তী কাঠাল বিক্রিকে কেন্দ্র করে বারআউলিয়া ও রাজেন্দ্রপুর গ্রামবাসীর সংঘর্ষে অনন্ত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় সাটিয়াজুরী বাজারে অবস্থিত বেশ কয়েকটি দোকানে হামলা ভাংচুর করে তারা।
মঙ্গলবার রাত ৯ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ফকির মিয়া বিকেলে সাটিয়াজুরী বাজারে কাঠাল বিক্রি করতে যায়। এ সময় কাঠাল কিনতে আসা বারআউলিয়া গ্রামের ওয়াহিদ মিয়ার সাথে দামকষাকষি নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। ইফতার মুহুর্ত সময়ে বাজারে থাকা উপস্থিত লোকজন সমাধান করে দেন।
এ সমাধানে খুশি হতে না পেরে বারআউলিয়া গ্রামের ওয়াহিদ মিয়া বিষয়টি গ্রামের লোকজনকে জানালে তারা রাত ৯টায় লাঠিসোটা নিয়ে সাটিয়াজুরী বাজারে এসে রাজেন্দ্রপুর গ্রামের লোকজনদের খোঁজতে থাকে। খোঁজতে থাকার এক পর্যায়ে তারা মধু মিয়ার চা স্টল,আসাদ স্টোর,আতড় আলির পানের দোকান,ইদ্রিস মিয়ার ফার্মেসী,আহাদ মিয়ার দোকান,ওয়াহিদ মিয়ার ভূষিমালের দোকানে হামলা ভাংচুর চালায়। এমনকি তারা রাজেন্দ্রপুর গ্রামের মসজিদে তারাবির নামাজরত মুসল্লিদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত আব্দুল হামিদ (২৫) মকসুদ মিয়া (৪০) কাজল মিয়া (২৮),আসাদ মিয়া (৩৫),মধু মিয়া (৪০) কে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।অন্যান্যদের মিরপুর বাজার,সুন্দরপুর বাজার ও নতুন বাজারে স্থাণীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ বাহুবল থানা পুলিশ সহ সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রন করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা মনির জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj