এস এইচ টিটু : শিল্পাঞ্চলখ্যাত শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুরে নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এর শিকার হচ্ছেন সবচেয়ে বেশি নারী শ্রমিকরা।এ দিকে দিন দিন যেন বেড়েই চলছে যৌন হয়রানির প্রবণতা। তাছাড়া যৌন হয়রানির ঘটনায় ইজ্জত সম্মানের ভয় ও মামলা মোকদ্দমাকে ঝামেলা মনে করে অনেকেই এড়িয়ে গেছেন।
অনুসন্ধানে জানা যায়, একের পর এক নারী শ্রমিকরা কোম্পানীতে আসা যাওয়ার পথে বখাটদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। এখানকার ছোট বড় অনেক ফ্যাক্টরী গুলোতে আসা যাওয়ার পথে এ সমস্যা প্রকট বলে জানা গেছে।
উল্লেখ্য,গত ১১ জুন অলিপুর প্রাণ কোম্পানীতে আসার পথে নারী শ্রমিক সুলতানাকে একা পেয়ে ব্রাহ্মণডুরা গ্রামের বখাটে বিলাল কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় বিলাল ক্ষিপ্ত হয়ে উঠে। সে তার সঙ্গীদের নিয়ে সুলতানার উপর হামলা চালায়।এতে সে আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়।
স্থানীয়রা জানান, কোম্পানীগুলোতে রাত্রীকালীন ডিউটি ও পুলিশের তৎপরতা না থাকায় এবং বখাটেদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে নারী শ্রমিকদের।
এসব যৌন হয়রানির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক তদন্তের মাধ্যমে নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন এখানকার শ্রমজীবি মানুষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj