এম এ আই সজিব ॥ দেশের বিভিন্ন স্থানে অব্যাহতভাবে গুম খুন ও গুপ্ত হত্যার প্রতিবাদে বাহুবল উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সংগঠনগুলো হচ্ছে বাহুবল উপজেলা পুজা উদযাপন পরিষদ, তুঙ্গেশ্বর বাসুদেব মন্দি কমিটি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাহুবল মডেল থানা সংলগ্ন সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী নিরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে ও সেক্রেটারী বিকাশ দেবের পরিচালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নিশিকান্ত গোপ, অভিজিৎ ভট্টাচার্য্য, লক্ষণ সূত্রধর, বিকাশ দাস, সুভেন্দু চন্দ, হরেন্দ্র দাস, রণধীর চক্রবর্তী, ক্ষীতেন্দ্র দেব, শ্রীকুমার কৈরী, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, স্বপন পাল, সুভাষ দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন সারাদেশে গুম খুন ও গুপ্ত হত্যার হুলি খেলা চলছে তা চলতে থাকলে মানুষের জান মালের নিরাপত্তা বলতে কিছু থাকবে না। সভায় পাবনায় সৎসঙ্গকর্মী নিত্যরঞ্জন পান্ডে, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু, দিনাজপুরের পুরোহিত গোপাল গাঙ্ধসঢ়;গুলী, নাটোরের সুনীল গোমেজ হত্যা সহ সকল গুম, খুন, গুপ্ত হত্যা ও বাহুবলের তুঙ্গেশ্বর বাসুদেব মন্দিরের সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সম্পত্তি দখলমুক্তকরণ ও হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন সরকারের কাছে।অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন নেতারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj