নিজস্ব প্রতিনিধি ॥ দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে সংঘটিত দফায় দফায় সংঘর্ষের ফলে শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার রণক্ষেত্রে রূপ নিয়েছিল। সংঘর্ষ থামলেও আতঙ্কের স্থানে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী পুরানবাজার এলাকা।
বৃহত্তর বিরামচরের মহলুলসুনাম ও পুরানবাজার প্রকাশ পশ্চিম উবাহাটা গ্রামের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষে শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ভাংচুরসহ লুটপাট হয়। ১০ জুন শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। দফায় দফায় প্রায় চার ঘন্টাব্যাপী সংঘর্ষে হাটবাজার বাসাবাড়ির লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ আতঙ্ক কাটেনি। ঘটনার পর থেকে পুরো বাজার এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার বৃহত্তর বিরামচরের মহলুলসুনাম গ্রামের ইকবাল ও পুরানবাজার প্রকাশ পশ্চিম উবাহাটা গ্রামের মহিদ নামে দুই যুবকের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে দুইগ্রামের হাজার হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে পুরানবাজার রণক্ষেত্রে পরিণত হয়।
হামলাকারীরা শায়েস্তাগঞ্জ পুরানবাজারে বিরামচর এলাকার মুরাদ তালুকদার, মিল্লাদ তালুকদার, জিতু মিয়া, আব্দুল খালেক, সিদ্দিক মিয়া, মুখলিছুর রহমান, নূর মিয়া, রাহেল মিয়া, কাইছার মিয়া, জাহির মিয়া, রহমান মিয়া, বন্দর আলী, আরজু মিয়া, মহিবুর মিয়া, শাহীন মিয়াসহ বেশকয়েকটি দোকানে ভাংচুর করে লুটপাট চালায়। এছাড়া একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোন মামলা হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj