এম এ আই সজিব ॥ শেষ ধাপে গত ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আওয়ামীলীগ সমর্থিত পরাজিত চেয়ামর্যান প্রার্থীর মাহবুবুর রহমান রোমানের সমর্থকদের হামলায় বিএনপির বিজয়ী চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সমর্থক স্কুল ছাত্র মনির আহমদ নিহতের ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে নিহত মনিরে বাবা আরজু মিয়া বাদী হয়ে ৩৩ জন ও অজ্ঞাত ৪০/৪৫ জনকে আসামী ৩০২ ৩০৭ সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন। উল্লেখ্য যে, নির্বাচনের পরের দিন গত ৫ জুন রবিবার সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সন্ধ্যায় উপজেলার রামশ্রী সাব বাড়িরে তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে করইতলা বাজারে কয়েকজন স্থানীয় এলাকাবাসীর সাথে কথাবার্তা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় আওয়ামীলীগের সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান নোমান চৌধুরীর সমর্থকরা চেয়ারম্যান লিয়াকত হাসানকে নিয়ে বিভিন্ন কথা উসকালিমুলক কথাবার্তা বলে। এর আধা ঘন্টা খানিক পর বিএনপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানকে নাকি শেখেরগাও গ্রামে আটক রাখার হয়েছে বলে নরপতি গ্রামের গুজব চড়ে। এরই জের ধরে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা করইতলা বাজারে পৌঁছলে পরাজিত নৌকার চেয়ারম্যান মাহবুবুর রহমান নোমানের সমর্থকরা মিছিলকারীদের গাড়িবহরে গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে মিছিলকারীরা প্রাণ বাঁচাতে বিভিন্ন দিকে পালিয়ে যায়। হামলাকারীদের আক্রমণে নারী-পুরুষসহ দু’পক্ষের প্রায় ৩০ জন লোক আহত হয়। হামলাকারীরা গাড়িবহরে ২টি মিনি ট্রাক ও ৬টি ইজিবাইক ভাঙচুর করে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট ও হবিগঞ্জ হাসপতালে প্রেরন করা হয়। হামলার ঘটনায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রাত সাড়ে ১০টায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ লিয়াদ হাসানের সমর্থক নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে ৮ম শ্রেণির ছাত্র মনির আহমেদ (১৪) নিহত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj