এম এ আই সজিব/মোতাব্বির হোসেন কাজল ॥ ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার আটকিয়ে দূর্ধর্ষ ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতির শিকার হওয়া গৃহকর্তাসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে তারা। আহত অবস্থায় গৃহকর্তা রবিউল হাসান, তার ছেলে আবিদুর রহমান ও স্ত্রী খের্শেদা বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কালিয়াটি চা-বাগান এলাকার বাসিন্দা। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে, ডাকাতির শিকার হওয়া গৃহকর্তা ও স্থানীয় কয়েকজন লোক ডাকাতির বিষয়টি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাকির হোসেনেকে অবগত করলেও তাতে কোন কর্ণপাত করেননি পুলিশ। ডাকাতির শিকার হওয়া আহত রবিউল হাসান জানান, কয়েক দিন আগে মাধাবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে স্ব-পরিবারের বেড়াতে আসেন তারা।
বৃহস্পতিবার ভোরে একটি প্রাইভেটকার যোগে বাড়ির উদ্যোশ্যে রওয়ানা দিলে মহাসড়কের শায়েস্তাগঞ্জের শিমুলতলা এলাকায় পৌছলে পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাওয়া করে। এসময় পিকআপ ভ্যানটির ধাক্কায় প্রাইভেটকারটি রাস্তার পাশে পড়ে গেলে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা পিকআপ নিয়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন ডাকাতির ঘটনা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাকির হোসেনকে অবগত করলে তাতে কোন কর্ণপাত করেননি তিনি। স্থানীয় লোকদের ধারনা যথাসময়ে পুলিশ ব্যবস্থা নিলে হয়তো ডাকাতদের ধরতে পারত পুলিশ। এদিকে, ভোর রাতে মহাসড়কে এ ধরনের ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক ছড়িয়ে পড়ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj