এম এ আই সজিব ॥ হবিগঞ্জ থেকে শুল্কফাঁকি দিয়ে চালানো বিলাসবহুল একটি গাড়ি উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মিৎসুবিশি ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি কারনেট সুবিধায় যুক্তরাজ্য থেকে দেশে আনা হয়েছিলো। শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা এই গাড়িটি রেজিস্ট্রেশন না করেই চালানো হচ্ছিলো। গত ২৪ এপ্রিল এই গাড়িটি উদ্ধারের জন্য নবীগঞ্জ উপজেলার লোগাঁও গ্রামে অভিযান চালানো হয়েছিলো। সে সময় গাড়িটি পাওয়া না গেলেও প্রায় দেড়মাস পর হবিগঞ্জ শহর থেকে বিলাসবহুল এই গাড়িটি উদ্ধার করা হলো।
গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোর্ট মসজিদ মার্কেটের সামন থেকে এ গাড়িটি উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। তবে গাড়ির মালিক বা চালককে পাওয়া যায়নি। অপর একটি সূত্রে জানা গেছে, এই গাড়ির মালিক সিলেট বিশ্বনাথের আওয়ামী লীগের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর। তবে এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অপর একটি সুত্র জানায় ওই গাড়িটির মালিক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল। গত ২৪ এপ্রিল গাড়িটি উদ্ধারে ফয়েজ আমিন রাসেলের বাড়ি ও গ্যারেজেই তল্লাশী চালানো হয়েছিলো।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিলেটের সহকারী রাজস্ব কর্মকর্তা জিয়াউদ্দিন মিয়াজী জানান, মিৎসুবিশি ব্যান্ডের রেজিস্ট্রেশনবিহীন গাড়িটিতে ঢাকা মেট্রো ম-০০- ০৫০১ নম্বরে প্লেট ও এলএনবি অটোমোবাইল গ্যারেজের প্লেট লাগানো ছিলো। তিনি জানান, সিলেট কাস্টমস ও কমিশনার ড. মো. নুরুজ্জামান ও হবিগঞ্জ জেলা পুলিশের সহোযোগিতায় গাড়িটি উদ্ধারের পর গত বুধবার সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, শুল্কফাঁকি দিয়ে গাড়িটি কারনেট সুবিধায় যুক্তরাজ্য থেকে দেশে আনা হয়। পরে নির্দিষ্ট সময়ে তা ফেরত নেয়া হয়নি।
পরে রেজিস্ট্রেশন না করেই অবৈধভাবে দেশে গাড়িটি চালানো হচ্ছিলো। শুল্ক ফাঁকির কোটি টাকার এ গাড়ি উদ্ধারে ড. মইনুল খান বলেন, গত ২৪ এপ্রিল এই গাড়িটি উদ্ধারের জন্য ফয়েজ আমিন রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার এই গাড়িটি উদ্ধার করা হয়। তিনি বলেন, গাড়িটির মালিক উপযুক্ত কাগজপত্র নিয়ে আসলে ও শুল্ক প্রদান করলে তাকে গাড়িটি ফিরিয়ে দেয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj