এম এ আই সজিব ॥ শহরতলীর গোপায়া এলাকায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপায়া ও তেতৈয়া গ্রামবাসির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এসময় দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১২৪ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাংচুর লুটপাট করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শহরতলীর গোপায়া ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের সমর্থক গোপায়া গ্রামের কামরুলের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপায়া বাজারে বাকবিতন্ডা হয় পরাজিত চেয়াম্যান প্রার্থী এডভোকেট আবুল কালামের সমর্থক সুজনের।
পরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তেতৈয়া ও গোপায়া গ্রামবাসির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাংচুর লুটপাট করা হয়। দু দফায় ৩ ঘন্টা সংঘষ চলে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় শতাধিক রাবারবুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এসময় গুরুতর আহত অবস্থায় এসআই একেএম রাসেল, এসআই রকিবুল ও এসএসআই নুরে আলম সিদ্দিক, সাজিল খান (২০), রমিজ আলী (৪০), শিবির মিয়া (২০), ফয়েজ মিয়া (২০), শহীদ মিয়া (৩৫)সহ প্রায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন আবারও রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পূণরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj