হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১২ গ্রামের সংঘর্ষে দফায় দফায় সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। সংঘর্ষে উভয়পক্ষের বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের পক্ষের আম্বর আলী নামে এক মুরুব্বীকে আটকে রাখে পরাজিত আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী সাহেব আলীর সমর্থকরা। এ খবর আরিফের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে আরিফের পক্ষে পইল, লামা পইল, দেবপাড়া, নাজিরপুর, আটঘরিয়া, ছয়ঘরিয়া, আছিপুর, সুলতানশী, আউশপাড়া, শরীফপুর ও সাহেব আলীর পক্ষে পূর্ব পইল, পশ্চিম পইলসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে অতিরিক্ত পুলিশ, র্যা ব, দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষ সামাল দিতে গিয়ে সদর মডেল থানার ওসি তদন্ত বিশ্বজিৎ, এসআই ছানা উল্লা, এএসআই আবু নাঈম, কনস্টেবল ইয়াসির, সিরাজ আলী, লিয়াকত আলী, জুয়েল চৌধুরী, রুবেল মিয়া, সামছু মিয়া, সাদেক মিয়া, সাদেক আলী, রাজিব, সোহাগ, শামীম, কদ্দুছ, বেলাল, তৈয়ব আলী, আলমগীর, বাচ্চু, মনু, খেলু, হাবিবুর, রিপন, মিন্টু, ছালেক, দিনার, রউফকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মাঝে গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। দুপুর ৩টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj