চুনারুঘাট প্রতিনিধি ॥ ষষ্ঠ ও শেষ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চুনারুঘাটে ভোট না দেয়ার অভিযোগে দরিদ্র কৃষক বাবুল মিয়া (৩৫) নামে এক যুবককে ধরে নিয়ে বাড়িতে বেধে রেখে নির্যাতন করেছে এক পরাজিত মেম্বার প্রার্থী জামালসহ তার সমর্থকরা।
বাবুল মিয়া কবিলাসপুর পাড়াটিলা গ্রামের মৃত মশ্রব উল্লার ছেলে। সোমবার রাত ৮টায় উপজেলার কবিলাসপুর গ্রামের এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও আহত সুত্রে জানাযায়, ঘটনার ওই দিন সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসুল্লা বাজারে বাবুল মিয়া রাসায়নিক সার কিনতে আসেন।
কেনাকাটার এক পর্যায়ে কবিলাশপুর গ্রামের চৌকিদার আব্দুল জাহিরের ছেলে পরাজিত মেম্বার প্রার্থী জামাল মিয়া ও তার সমর্থকর ডাঃ মন্নান, কালাম মিয়া, জালাল, জলিল, আঃ হাই হিরন,রাসেল, আব্দুল্লাহ, দুলালসহ একদল দুর্বৃত্ত বাবুল মিয়াকে জোরপূর্ব তোলে জামালের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাবুল মিয়াকে কুটির সাথে বেধে হাতুরি দিয়ে পায়ে আঙ্গুলসহ গায়ের বিভিন্ন অংশে আঘাত করে। প্রায় ১ঘন্টার নির্যাতনের পর স্থানীয়রা পুলিশে খবর দিলে চুনারুঘাট থানার এসআই মোঃ সেলিম হোসেন একদল পুলিশ নিয়ে রাত ৯টায় বাবুলকে উদ্বার করে থানায় নিয়ে আসেন। পরে গুরুতর আহত বাবুলকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানাযায়, বাড়িতে কোন লোক পাওয়া যায়নি। সব লোক বাড়ি থেকে পালিয়ে গেছে। বাবুল মিয়াকে উদ্বার করে আমরা নিয়ে আসি।
স্থানীয় নব-নির্বাচিত ইউপি মেম্বার মোঃ ছালেক মিয়া জানান, আমি বাবুলকে নির্যাতনে খবর শুনেছি। বিষয়টি খুবই হৃদয়বিদারক। ভোট না দেয়ার অপবাদে কোন ব্যক্তি এমন জঘন্য কাজ করতে পারে আমার জানা ছিল না। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দ্র চক্রবর্তী বিষটি সতত্য নিশ্চত করে বলেন,অভিযোগে প্রেক্ষিতে আসামীদের গ্রেফতার করবে পুলিশ।
আসামী যতই প্রভাবশালী হোক না কেন পুলিশ তাদের গ্রেফতার করবেই।
উল্লেখ্য যে, গত ৪ জুন ইউপি নির্বাচনে জামাল মিয়া গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন।
সেই নির্বাচনে তিনি পরাজিত হন। এরই জের ধরে বাবুল মিয়াকে নির্যাতন করেছে জামাল মিয়াসহ তার সমর্থকরা।
স্থানীয়রা জানান, চুনারুঘাট থানায় জামাল মিয়ার বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj