এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দুধ পাতিল গ্রামে ৩ দিন পর আব্দুল আজিজ (৩৫)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। সে ওই গ্রামের হযরত আলীর পুত্র।
জানা যায়, গত বৃহস্পতিবার গভীররাতে তার স্ত্রী রোজিনা ঘরে এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় আশেপাশের লোকজন বিষয়টি চুনারুঘাট থানায় জানালে শুক্রবার ভোরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাাতাল মর্গে প্রেরণ করে।
মৃত আব্দুল আজিজের বড় ভাই আব্দুল আলী জানান, ৫ বছর পূর্বে একই গ্রামের সাহেদ আলীর কন্যা রোজিনার সাথে আজিজে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুই সন্তানের জন্ম হয়। ৩/৪ দিন আগে রোজিনা তার পিত্রালয়ে নাইওর যায়। এরপর গত বৃহস্পতিবার পিত্রালয় থেকে ফিরে এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাদেরকে জানায়। তার ধারণা তার ভাইকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, পাহাড়ি এলাকায় তাদের বাড়ি। লাশ পচেঁ যাওয়ায় ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে এ মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj