এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে শ্মশানঘাটে ড্রেন বন্ধ করে কাজ করায় হরিজন পাড়ার বাসিন্দারা ময়লা পানি বন্ধি হয়ে জনদূর্ভোগ চরম আকার ধারণ করছে। এনিয়ে পৌর পানি লৌহ দূরিকরণ প্রকল্পের শ্রমিকদের সাথে ওই সংখ্যালঘু পরিবারের দফায় দফায় সঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত দফায় দফায় এ সঘর্ষ চলে। আহত সূত্র জানা যায়, ওই এলাকার হরিজন পাড়ার বাসিন্দা প্রায় ২ শতাধিক। পার্শ্ববর্তী পৌর পানি লৌহ দূরিকরণ প্রকল্পের শ্রমিকরা তাদের এক মাত্র পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ করে কাজ করায় ওই পাড়াটি ময়লা পানি বন্দি হয়ে পরেছে। এমনকি তাদের ঘরের ভেতরে পানি প্রবেশ করে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। তারা বার বার শ্রমিক ও ঠিকাদারকে বিষয়টি অবগত করার পরও কোন পদক্ষেপ নেননি। উপরন্তু তাদেরকে পুলিশের ভয় দেখানো হয়। ধিরে ধিরে পানি বাড়তে শুরু করলে হরিজন পাড়ার বাসিন্দারা শ্রমিকদেরকে জিজ্ঞাসা করলে শ্রমিকরা ক্ষিপ্ত তাদের উপর হামলা চালায়। এসময় সঘর্ষ শুরু হয়। আহত অবস্থায় মদিলা হরিজন, দিপালী হরিজন, সন্ধ্যা হরিজন,রুজি হরিজন, বিজলী হরিজন, দিপক ও সিমাকে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেন। তিনি জানান, ওই প্রতিষ্টানের সহকারী ঠিকাদার মাসুক মিয়াকে বার বার বলার পরও তিনি কোন ব্যবস্থা নিচ্ছেন না। যদি কোন কিছু হয় তবে এর জন্য তিনি দায়ী থাকিবেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ওই পাড়া ময়লা পনিতে তলিয়ে গেছে। এনিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj