সৈয়দ আখলাক উদ্দিন মনুসর, শায়েস্তাগঞ্জ থেকে: আশি বছর বয়সের বৃদ্ধা সৈয়দা আজিজা খাতুন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা পঙ্গু ভাতার মধ্যে তিনি কোনটাই তার ভাগে জুটেনি।বয়সের নুজ ভার আর পঙ্গুত্ব জীবন নিয়ে তার পরও দু’মুঠো ভাতের আশায় লাঠিতে ভর করে হাতে থালা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে দ্বারে দ্বারে ভিক্ষা করছেন।গত বুধবার প্রতিবন্ধি দিবস শুনে সাহায্যের আশায় লাঠি ভর দিয়ে সকাল ৯টায় তিনি ছুটে আসেন সমাজ সেবা অফিসের খোঁজে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে। দুপুর গড়িয়ে বেলা ২টা বাঁজার পর কারও কাছ থেকে কিছুই পাননি আজিজা। আজিজা জানান, “উনছি টেকা দিব এরলাগি আইছি।বেইল ইছে অনেক ইকানে আমারে কেউ জিগাইলওনা।
চেয়ারম্যান-মেম্বাররে অনেকবার জানাইছি কিছুই দেয় নাই, এমনটি বলতে বলতে পঙ্গু আজিজা মাটিতে বসে পরলেন।সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ডেমে ̄^র গ্রামের মরহুম দেওয়ান মকবুল মিয়ার স্ত্রী আজিজা।স্বাধীনতার পর তার স্বামী মারা যান।স্বামীর এক খন্ড ভিটে ছাড়া সহায় সম্বল বলতে তার কিছুই নাই।তার বাম পা পঙ্গু হওয়ায় লাঠি নিয়ে খুঁড়িয়ে হাটতে হয়।ভিক্ষা করে যা কিছু মিলে তা দিয়েই জীবন চলে। বয়স্ক, বিধবা এবং পঙ্গু ভাতার স্থানীয় চেয়ারম্যান,মেম্বারদের কাছে বহুবার আবেদন করে কোন ফল হয়নি। বিধবা পঙ্গু আজিজা খাতুন মানবেতর জীবন নিয়ে শুধু অন্ধকার দেখছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj