এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ইভটিজিংয়ের অভিযোগে ৮ম শ্রেণীর দুই ছাত্রকে মারপিট করে পুলিশে দিয়েছেন পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাছুলিয়া গ্রামের নেপাল শীলের পুত্র হবিগঞ্জ জে কে এন্ড এইচ হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র রূপক শীল (১৩) ও কনক কর্মকারের পুত্র দিপু কর্মকার (১৪) কে পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পেয়ে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের অভিযোগে তাদেরকে আটক করে এবং প্রধান শিক্ষকের কথামতো মারধোর করে।
পরে প্রধান শিক্ষক সদর থানায় খবর দিলে এসআই কে এম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে থানায় আটক দুই ছাত্র এ প্রতিনিধিকে জানায় তারা তাদের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথামতো অন্যায়ভাবে তাদেরকে মারধোর করে পুলিশে ধরিয়ে দেয়া হয়। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এসআই রাসেল জানান, প্রধান শিক্ষক দুইজনকে পুলিশে দিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj