খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট,থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে। তারা রাতের ঘুমকে হারাম করে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোট আদায় করতে দিচ্ছেন নানা প্রতিশ্র“তি।
এই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় প্রার্থীদের মধ্যে নৌকা,ধানের শীষ ও লাঙ্গল প্রতীকে হচ্ছে। তাই প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দটা অন্য রকম। আবার কেউ বলছেন দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় কিছুটা বেকাদায় পড়েছেন ভোটারা। চুনারুঘাটে ১০টি ইউনিয়নে ৪৭ চেয়ারম্যান, নারী সদস্য ১৫২ ও সাধারণ সদস্য ৪৪৩ জন প্রার্থীসহ মোট ৬৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ভোটগ্রহণ হবে ৪ জুন। সাধারণ ভোটাররা জানান, চুনারুঘাটে এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবারের ভোট তারা যোগ্য প্রার্থীকেই দিবেন।
এতে আওয়ামী লীগ আর বিএনপি কিংবা জাতীয় ও স্বতন্ত্র বুঝি না।আমাদের দরকার একজন ভালো চেয়ারম্যান। যাকে সব সময় কাছে পাওয়া যাবে এবং বিপদ আপদে এগিয়ে আসবে তাকেই ভোট দেব। সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কাউছার আহমেদ বাহার জানান, জনগণের জোয়ার উঠেছে আমার দিকে। তাই ভোটাররা আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমি আশাবাদী।
আহমম্মদবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবেদ হাসনাত চৌধুরী সনজু জানান, নির্বাচন নিরপেক্ষই হবে। কারণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গত বারের মতো এবারও জনগণ আমাকে চাচ্ছে। তাই আমার জয় হবেই।
চুনারুঘাটে আহমম্মদাবাদ ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী গোলাম মস্তোফা কুটি জানান, ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারলে তার জয় কেউ আটকাতে পারবে না। দেওরগাছ ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামছু নাহার জানান, একটি মডেল ইউনিয়ন গড়তে ভোটারা নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার প্রত্যাশা করছি। উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, চুনারুঘাটে ১০টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪শ’ ৪৭ জন।
এদের মধ্যে পুরুষ ৯১ হাজার ২৫৩ এবং মহিলা ভোটার রয়েছে ৯৪ হাজার ২২৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১০০টি এবং ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৩৬৯টি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj