চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইউএসএআইডি এবং এসএমসি’র অর্থায়নে পরিচালিত নতুন দিন প্রকল্প, সীমান্তিক ও মা-মনি এইচএসএস প্রকল্প, এফআইভিডিবি এর যৌথ সহযোগীতায় মাতৃত্ব দিবস পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
“সকল প্রসূতীর জন্য মান সম্মত সেবা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী পরবর্তী আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে নতুন দিন প্রকল্প সীমান্তিক এর জেলা টিম লিডার মোঃ জাহিদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডাঃ রাজীব দত্ত, মা-মনি প্রতিনিধি একে শামীম আহমেদ, নতুন দিন প্রকল্পের প্রোগ্রাম অফিসার (বিসিসি) মোঃ সাঈদুল হক, মা-মনি টেকনিক্যাল অফিসার শফিউল ইসলাম চৌধুরী, সৈয়দ সুলতানা নাসির হোসেন, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, সিএনআরএস এর সাইড অফিসার মোস্তফা হায়দার প্রমূখ।
এছাড়াও কমিউনিটি সেলস এজেন্ট কমিউনিটি ভলানটিয়ার উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তাগণ গর্ভাবস্থায় সকল গর্ভবতীকে অন্ততঃ ৪টি এএনসি চেকআপ সহ প্রসব পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারী করাতে সকলকে উৎসাহিত করেন।
এসডিজি লক্ষমাত্রাকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে প্রতি লক্ষ জীবিত জন্মে মাতৃমৃত্যু ৭০জনে নিয়ে আসতে সরকারী, বেসরকারী ও কমিউনিটি পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেন।
বিশেষ করে কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের সঠিক সেবা ও পরামর্শ প্রদানের ব্যাপারে সকলকে অনুরোধ করেন।
সভা শেষে ২০জন গর্ভবর্তী মাকে গর্ভ, প্রসব ও প্রসব পরবর্তী সেবা বিষয়ে কাউন্সিলিং করা হয় এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা হাফিজুন্নাহারের মাধ্যমে তাদের এএনসি চেকআপ নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গত ১ বছরে চুনারুঘাট উপজেলায় যে ১৪টি মাতৃমৃত্যু হয়েছে তাদের বাড়ী বাড়ী গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথের নেতৃত্বে মৃত্যুর কারণ উদ্ঘাটন ও সমবেদনা জ্ঞাপন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj