নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার লাখাই, নবীগঞ্জ, মাধবপুর ও বানিয়াচঙ্গ উপজেলার ৩১টি ইউনিয়নে ইউপি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে চলবে ভোট গ্রহন। এবারের নির্বাচনে ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন ১৬৭ জন প্রার্থী।
এর মধ্যে, মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে নির্বাচনী ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন ৪০ জন প্রার্থী।
লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন থেকে অংশ গ্রহন করছেন ৪৩ জন প্রার্থী।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে জেলার সর্বোচ্ছ সংখ্যক ৭৭ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন।
অপরদিকে, বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়ন থেকে ৭ জন প্রার্থী অংশ গ্রহন করছেন।
লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৫৪ কেন্দ্রের মধ্যে ২৪৮টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৯৮ হাজার ৪৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩২টি কেন্দ্রে ৫২৫টি কক্ষে ২ লাখ ৯ হাজার ৭১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করনে।
মাধবপুরে ১১টি ইউনিয়নে ১০২টি কেন্দ্রে ৫২৪ টি কক্ষে ১ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন ভোটার ভোটাধিকার ভোট প্রয়োগ করবেন।
এছাড়াও বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৪১টি কক্ষে ১৩ হাজার ৫০ জন ভোটার ভোট দিবেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নের ২৭৯টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৭ কেন্দ্রই ঝুকিপূর্ণ থাকায় ইতিমধ্যেই সবকটি কেদ্রের সরঞ্জামসহ যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ৪ স্তরের কঠোর নিরপত্তা ব্যবস্থা।
পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যাব, বিজিবি, আনসার, সাদাপোষাকদারি পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে এক জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রম্যমান আদালতের টিম। ৪টি উপজেলায় ১ হাজার ৬১৬ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।
জেলা নির্বাচন অফিসার মোঃ বেলায়েত হোসেন জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ,র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করবে। আশা করি সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj