নিজেস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আগামী ৪ঠা জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রচারণায় সরগরম শায়েস্তাগঞ্জ ইউনিয়ন। প্রত্যেক দলের নিজ নিজ প্রার্থীদের জয়ের জন্য দলের তৃণমূলদের নিরলস শ্রম, চলছে উঠান বৈঠক, পথসভা ও গনসংযোগ দিয়ে।
এদিকে আ’লীগ এবং বি.এন.পি প্রার্থীর একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত মর্যাদার লড়াইয়ে পরিনত হয়েছে। তবে জমজমাট প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রচারণা আর কৌশল নিয়ে প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশলবিনিময়, দোয়া ও আশীর্বাদ আর ভোট চাওয়ার মধ্যদিয়ে প্রচারণার শেষ মুহূর্তগুলো সঠিকভাবে কাজে লাগাতে ভুল করছেন না কেউই।
সকাল থেকে মধ্যরাত অবধি প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচার প্রচারণায় মধুফলের বাতাসে বইছে নির্বাচনী গন্ধ। আর সেই গন্ধে চায়ের কাপে ঝড় তুলে মাতোয়ারা ভোটাররা। বাজারে-বাজারে, রাস্তার মোড়ে-মোড়ে ও চায়ের দোকানগুলোতে জমে উঠেছে প্রার্থীদের নিয়ে চেঁচামেচি আড্ডা।
অন্যদিকে প্রার্থীরা ছুটছেন হাটবাজার হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে। প্রার্থীরা যে যার মতো কৌশল অবলম্বন করে প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গনসংযোগ, উঠান বৈঠক আর পথসভায় ভোটারদের আকৃষ্ট করেছেন।
এই ইউনিয়নতে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন, গেল ধাপগুলোতে অন্যান্য এলাকার মত যে ধরনের নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, তা থেকে যেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন মুক্ত থাকে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করবেন এমন প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj