মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জবাসীর আতংকের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। উপজেলায় প্রতিনিয়ত বাড়ছে ফেসবুক ব্যবহারকারী। সেই সঙ্গে বাড়ছে ভুয়া আইডি বা অ্যাকাউন্টের পরিমাণ। ভুয়া আইডির মাধ্যমে অনেক ধরনের ক্ষতিসাধান হচ্ছেন বিভিন্ন মহলের মানুষরা। ফলে আতংকে রয়েছেন নবীগঞ্জের জনসাধারণসহ রাজনৈতিক নেতাকর্মীরা। এদের হাত থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি পর্যন্ত। তাদের বিরুদ্ধে অশালীন ভাষায় ফেসবুকে মন্তব্য করায় সম্প্রতি নবীগঞ্জের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দুই যুবক এখনও রয়েছে জেলহাজতে। নবীগঞ্জের কিছু যুবক ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছে এমনকি আইডি থেকে নানা ধরনের হুমকি-ধামকি ও অশালীন মন্তব্য করছে। শীর্ষপর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সম্পর্কে অশালীন মন্তব্য করে মানহানি করছে। এসব ভুয়া আইডি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে অনেকের জীবনে নেমে এসেছে বিপর্যয়। নবীগঞ্জের প্রয়াত ও বর্তমান শীর্ষ নেতাদের নিয়ে মানহানিকর বিবৃতি ও মন্তব্য নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। শত্রুতামূলকভাবে একে-ওপরের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে বিভিন্নভাবে মানহানি করছে। গত কিছুদিন আগে ফেসবুকে কটূক্তির অভিযোগে ব্যবসায়ী মিনার উদ্দিন এবং পল্লী চিকিৎসক ডা. মো. ফজলুল হককে তথ্য প্র্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করে পুলিশ। এবার সাইবার ক্রাইমে বেপরোয়া হয়ে উঠেছে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের প্রতারক নুরুল ইসলাম নাহিদ। সে ফেসবুকে নাহিদ নামের আইডি থেকেই নবীগঞ্জ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এম মুজিবুর রহমানের বিরুদ্ধে নানা অপ-প্রচার ও অশালীন ভাষায় বিবৃতি দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনিকভাবে জোর নজরদারির দাবি জানিয়েছেন নবীগঞ্জের সচেতন নাগরিকসমাজ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj