নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী এমদাদুল হক চৌধুরীর কর্তৃক প্রয়াত মুক্তিযোদ্ধা ছামিরুজ্জামান চৌধুরীর পরিবারের উপর হামলা ও হুমকির অভিযোগ পাওয়াগেছে। এ ব্যাপারে প্রয়াত মুক্তিযোদ্ধা ছামিরুজ্জামান চৌধুরীর পুত্র সাংবাদিক আনিছুজ্জামান চৌধুরী রতন বাদী হয়ে ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
মামলার বিবরনে জানাযায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুক্তিযোদ্ধা ছামিরুজ্জামান চৌধুরীর পুত্র সাংবাদিক আনিছুজ্জামান চৌধুরী রতন মঙ্গলবার বিকাল ৪ টায় ইউপি নির্বাচনের সংবাদ সংগ্রহ করার জন্য মোটর সাইকেল যোগে ঐ ইউনিয়নের খরিয়া গ্রামে যাওয়ার জন্য রওয়া হন। কালিয়ারভাঙ্গা গ্রামের আজাদ মিয়ার বাড়ীর সামনে পৌছা মাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক চৌধুরী, তার পুত্র মাহমুদুল হাসান চৌধুরী রাকু, নির্বাচনী কর্মী টিপু চৌধুরী,সানি চৌধুরী ঠান্ডাই মিয়া,মুকিত মিয়া,জিয়াউর রহমান,আদর মিয়া, কদর মিয়াসহ অণ্যান্য লোকজন সাংবাদিক রতনকে প্রতিদ্বন্ধী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সমর্থক আখ্যায়িত করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আঘাত করে। রতন চৌধুরীর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ সময় প্রতিপক্ষের রোকজন সাংবাদিক রতনের কাছ থেকে সাংবাদিকতার কাজে ব্যবহৃত ৪৫ হাজার টাকা মুল্যের নাইকন ক্যামেরা ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক চৌদুরীর অস্ত্রে ভয় দেখিয়ে তার নির্বাচনী এলাকায় পুনরায় আসলে প্রানে হত্যার ভয় দেখায়।
ঘটনার পর পরই ঐ এলাকা দিয়ে পুলিশের টহলরত গাড়ী আসলে প্রতিপক্ষের লোকজন পালাইয়া যায়। মঙ্গলবার রাতেই সাংবাদিক আনিছুজ্জামান চৌধুরী রতন বাদী হয়ে ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমদাদুল হক চৌধুরীসহ তার কর্মীসমর্থক ৯ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj