এম এ আই সজিব ॥ শায়েস্থাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিপুল পরিমাণ গাজা উদ্ধারের অভিযোগ উঠেছে। এসময় সিএনজিসহ এক জনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কথিত কয়েকজন সোর্স। তবে এনিয়ে পুলিশ ও মদকদ্রব্য অধিদপ্তরের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য উঠেছে। তবে পুলিশের ধারণা গাজার পরিমান ছিল ৭৫ কেজি এদিকে, মাদকদ্রব্য বলছে ২৫ কেজি।
এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের মধ্য সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। তবে মামলায় ঘটনাস্থল দেখানো হচ্ছে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা গরুর বাজারে কিন্তু আটক করা হয়েছিল নতুনব্রীজ হক পেট্রোল ফিলিং ষ্টেশনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ মে সকালে মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিদর্শকসহ কথিত দুই জন সোর্স ডিবির পরিচয়ে অভিযান চালিয়ে নতুন ব্রীজের ওই পাম্প থেকে সিএনজি হবিগঞ্জ থ ১১-৪০৯৮ বিপুল পরিমান গাজাসহ আব্দুল করিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের ইমান উল্লাহর পুত্র।
সিএনজি ভর্তি গাজাসহ আটক ব্যক্তিকে হবিগঞ্জে নিয়ে আসার পথে পৌদ্দার বাড়ি এলাকায় জনতাসহ ডিবি পুলিশ মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক শাহ আলম সহ তাদেরকে আটক করে। তার প্রসাশনিক কোনো ফোর্স ছাড়া।
এদিকে, ওই মাদক মামলার জব্দ তালিকার স্বাক্ষী শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র বাবুল মিয়া জানায়, গত ২৩ মে বিকাল ৩ টায় ডিবির পরিচয় দিয়ে কথিত সোর্সরা তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে জোরপূর্ব স্বাক্ষর আদায় করে। কিন্তু সে এব্যাপারে তিনি কোন কিছুই জানেন না। সে ভয়ে তাদেরকে সাক্ষর দেয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং মঙ্গলবার কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিএনজি তাদের হেফাজতে রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj