খন্দকার আলাউদ্দন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটে সরাকারি অর্থায়নে প্রতিষ্ঠিত পৃথক স্থানে ৪টি প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে মহাপরিচালক (প্রসাশন), ও একসেস টু ইনফরমেশন (এ.টু.আই) প্রকল্প পরিচালক কবির বিন অনোয়ার।
শুক্রবার বিকালে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে এ.টু.আই প্রকল্পের জিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, ছয়শ্রী গ্রামের কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ছয়শ্রী তাতঁ প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন প্রধান অতিথি মহাপরিচালক কবির বিন আনোয়ার।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপকারভোগী, উদ্যোক্তা এবং মনিপুরী সম্প্রদায়দের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি কবির বিন আনোয়ারকে ছয়শ্রী গ্রামের ইকরতলী মন্দি কমপ্লেক্সে আয়োজিত সভার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন-বর্তমান সরকার কোন মানুষ যাতে গৃহহীন না তাকে সে দিকে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বনগাঁও গ্রামের ১’শত ২০ জন ভূমিহীনদের সরকারী অর্থায়নে ঘড় তৈরী করে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। উক্ত ইউনিয়নে দুটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রও রয়েছে। এছাড়াও ইকরতলী গ্রামে মনিপুরী সম্প্রদায়ে তাঁত প্রশিক্ষন সেন্টার সরকারে অর্থায়নের পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক সাবিনা আলম, এডসি (রাজস্ব) রুকন উদ্দিন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মাসুদুল ইসলাম, আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ডিসি সিও বীরেশ্বর সিংহ, নবকুমার সিংহ, উপজেলা ইউএনও অফিসের নাজির ও ইকরতলী মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, কম্পিউটার প্রশিক্ষক টিটু দেব নাথ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হাফিজ আহমদ তালুকদারসহ আরও অনেকই। সন্ধ্যায় ইকরতলী মন্দির কমপ্লেক্সে মনিপুরী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj