হীরেশ ভট্টাচার্য্য হিরো : আইন ভঙ্গ করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে ডাক্তারী পরীক্ষা ছাড়াই রোগাক্রান্ত ও গর্ভবতী পশু জবাইয়ের হিড়িক পড়েছে। এই নিয়ে ভোক্তাদের মধ্যে রয়েছে ক্ষোভ ও হতাশা। জানা যায়, মাধবপুর পৌরসভা সদর, জগদীশপুর তেমুনিয়া, মনতলা সহ বিভিন্ন বাজারে মাংস নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কসাইখানায় পশু জবাই, দুগ্ধদানকারী গর্ভবতী, উৎপাদনশীল ও প্রজননক্ষম পশু জবাই করা নিষেধ থাকলেও বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে পশু জবাই করে সকালে বাজারের কসাইখানায় এসব বিক্রি হচ্ছে। মাধবপুর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা এ ব্যাপারে নজরধারী না করার সুযোগে পশু জবাই করছে। নিয়মানুযায়ী প্রতিদিন পশু জবাই করার পূর্বে পশু সম্পদ বিভাগ কর্তৃক ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। সপ্তাহে একদিন পশু জবাই বন্ধ রাখতে হবে। মাধবপুরের সর্বত্র মাংস ব্যবসায়ীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সপ্তাহে ৭ দিনই পশু জবাই করে যাচ্ছে। মাধবপুর পৌরসভা সদর সহ হাট বাজার গুলোতে নির্ধারিত কসাইখানা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে জবাই করা হয় পশু। নাম প্রকাশ না করে মাংস ব্যবসায়ীরা জানান, পশু সম্পদ কর্মকর্তা কর্তৃক ফিটনেস সার্টিফিকেট দেয়ার কথা থাকলেও কতিপয় অসাধু কর্মকর্তা টাকার বিনিময়ে পশু না দেখেই অগ্রিম স্বাক্ষর করে ছাড়পত্র দিয়ে থাকে। অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো তা ব্যবহার করে। এ সুযোগেই মাংস বিক্রেতারা হাটবাজারে রোগাক্রান্ত ও গর্ভবতী পশু জাবই করে থাকে। একই সঙ্গে স্ত্রী ছাগল ও মহিষ জবাই করে খাসী ও গরুর মাংসরুপে অবাধে বিক্রি করছে। মুরগির দোকানগুলোতেও রোগাক্রান্ত মুরগী বিক্রয় করতে দেখা যায়। রোগাক্রান্ত পশুর মাংস খেয়ে এলাকাবাসী ক্রমেই স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া ক্রেতাদের অভিযোগ নির্ধারিত ফি থাকলেও এক শ্রেণীর অসাধু মাংস ব্যবসায়ীরা মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। আবার কোনো কোনো ব্যবসায়ীরা ওজনেও কারচুপি করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj