মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : প্রতিদিন পত্রিকার পাতা খুললেই একটি শিরোনাম চোখে পড়ে- 'সড়ক দুর্ঘটনায় নিহত.....ও আহত.....'। এ খবরটি আমাদের জন্য নিয়মিত হয়ে গেছে। তাই জনমনে শুধু একটাই প্রশ্ন আর কত মায়ের বুক খালি হলে সড়ক নিরাপদ হবে? আর কত স্বজনের আর্তনাদে আকাশ ভারি হলে সড়ক নিরাপদ হবে? কেবলই জিজ্ঞাসা? উত্তর নেই।
অথচ 'আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছেন'- বলে সান্তনা দেয়া হয়। বা 'সড়ক দুর্ঘটনার জন্য চালক দায়ী নয়'- এমন কথাও বলা হয়। কিন্তু পিতার কাঁধে সন্তানের লাশ কতটা বেদনার তা কেবল ভুক্তভোগীরাই জানে। সান্তনাই নয় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সর্বস্তরে সচেতনতা প্রয়োজন। চালক হওয়ার আগে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। সাক্ষরজ্ঞানহীন চালক হলেও বোধশক্তি থাকা দরকার। 'গরু-ছাগল চিনলেই তাকে ড্রাইভিং লাইসেন্স দেয়া যাবে'- বলে নির্বোধের হাতে চালিকা শক্তি দেয়া সমীচীন নয়। অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালনার কারণেও অহরহ দুর্ঘটনা ঘটছে।
সর্বশেষঃ গতকাল শনিবার সন্ধায় ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারের রহমানীয়া কমিউনিটি সেন্টারের নিকটে ট্রাকের চাপায় তছলিম উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ব পথচারী মারা গেছেন। ঘটনার খবর পেয়ে শত শত উৎসুক জনতা ইট দিয়ে স্প্রীড ব্রেকার তৈরী করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ করে রাখে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম ভুগান্তির সৃষ্টি হয়। ঘাতক চালকসহ ট্রাকটি শেরপুর হাইওয়ে পুলিশ আটক করেছে বলে সুত্রে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানায়ায়, শুক্তবার সন্ধায় স্থানীয় আউশকান্দি বাজার থেকে প্রাইভেট হাসপাতালে চিকৎসা শেষে ঔষধ কিনে নিয়ে বাড়ি ফেরার পথে দেওতৈল গ্রামের তছলিম উদ্দিন (৭৫) রহমানীয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক চাপা দেয় ঘটনা স্থলেই তছলিম উদ্দিন মারা যানা হাতে থাকা ঔষধের বোতল ভেঙ্গে চুরমার হয়ে যায়।
এসময় স্থানীয় জনতা যান চলাচল বন্ধ করে রাখে পরে প্রায় ২ ঘন্টা পর স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, এ এস পি শৈলেন্দু চাকমা, থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, স্থানীয় মেম্বার বদরুল ইসলাম বকুল, সাংবাদিক এম মুজিবুর রহমান, কাচন মিয়া, মুজিবুর রহমান সহ স্থানীয় লোকদের হস্তক্ষেপে বিক্ষোব্ধ জনতা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। :
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj