বিনোদন ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বলিউডের প্রেমিক যুগল সোহা আলী খান ও কুনাল খেমু। সম্প্রতি বিয়ের কাজটি সেরে নিয়েছেন তারা। কিছুদিন ধরেই নবাব পরিবারের মেয়ে সোহার সঙ্গে কুনালের বিয়ের কথা শোনা যাচ্ছিল। ডিসেম্বর মাসে তারা জানান দেন ২০১৫ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখ বিয়ে করছেন। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদল করে নির্দিষ্ট তারিখের আগেই বিয়ের কাজটি তারা সেরে নিয়েছেন। অবশ্য বিয়ে ছাড়াই দীর্ঘদিনের প্রেমের পর সোহা ও কুনাল সম্প্রতি একসঙ্গে বসবাস করছিলেন। এর মধ্যেই নিজেদের মধ্যে বোঝাপড়ার পর সিদ্ধান্ত নেন বিয়ে করার। দু’জনের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কানাঘুষা কম হয়নি এ যাবৎ। অনেকের ধারণা ছিল, প্রেম করেই কাটিয়ে দেবেন সোহা ও কুনাল। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে বিয়ে ঠিকই করেছেন তারা। বেশ কিছুদিন আগে সোহা টুইটারে জানান নিজের প্রেম কাহিনী। কিভাবে কুনাল তাকে প্রেমের প্রস্তাব করেন এবং তিনি সেটা কিভাবে গ্রহণ করেন- সেসবই তিনি জানান টুইটারে। তখন থেকেই বেশ আলোচনায় থাকেন এ দুই তারকা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj