শাহ মনসুর আলী নোমান : সিলেট নগরীর নুরানী আবাসিক এলাকার (সুবিদবাজার) চৌরাস্তার মোড়ে যে স্থানে ঘাতকের নির্মম ও নিষ্ঠুরতায় প্রাণ দিয়েছিলেন বিজ্ঞান, মুক্তমনা ও প্রগতিশীল লেখক, ব্লগার, শাবি’র সাবেক মেধাবী শিক্ষার্থী ও ব্যাংকার অনন্ত বিজয় দাশ; ঠিক সেই স্থানে গতকাল বৃহস্পতিবার (১২ মে ২০১৬) দুপুরে তাহার স্মরণে ‘অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে স্মৃতি স্তম্ভের উন্মোচন করা হয়।
স্মৃতি স্তম্ভ উন্মোচনের পূর্বে বক্তারা গত ১ বছরেও অনন্ত হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার সমালোচনা করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর নুরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে ঘাতকের চাপাতির আঘাতে প্রাণ হারান সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী অনন্ত বিজয় দাশ। তিনি ড. অভিজিতের ব্লগ মুক্তমনা, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ব্লগ সহ অনলাইনে সাম্প্রদায়িকতা বিরোধী ও যুক্তি নির্ভর লেখালেখি করতেন।
অনন্ত বিজয় দাশ (৩১) ২০০৬ সালে মুক্তমনা সাংবাদিক পুরস্কারে ভূষিত হন। অনন্তের সম্পাদনায় সিলেট থেকে বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’ প্রকাশিত হয়ে আসছিল।
প্রগতিশীল, বিজ্ঞান মনষ্ক লেখক অনন্ত বিজয় দাশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর সুনামগঞ্জের জাউয়া বাজার পূবালী ব্যাংকে ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
আমাদের মাঝে জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত, অনন্তকাল ।
আমরা লেখক অনন্ত বিজয় হত্যা সহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচার কামনা করি। গণতান্ত্রিক সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন ইহাই প্রত্যাশা। পরিশেষে মুক্তবুদ্ধির পরিচায়ক, লেখক অনন্ত বিজয় দাশ এর আত্মার শান্তি কামনা করি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj