চুনারুঘাট প্রতিনিধি ॥ ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের আচরণ বিধি মানছেন না অনেক চেয়ারম্যান প্রার্থীরা। এখনও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ হয়নি। প্রতীক বরাদ্ধের আগে প্রতীক নিয়ে প্রচারনা চালাচ্ছেন কিছু সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ নানাভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কোন কোন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা একের অধিক হওয়া একই প্রতীক নিয়ে দুই জনেই ফেইসবুকে পোষ্টার আকারে করে প্রচারনা চালাচ্ছেন।
এ নিয়ে ভোটারদের মাঝে নানা আলোচনা-সমালোচনা সৃষ্ঠি হয়েছে। আহাম্মদাবাদ ইউনিয়নে ২ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আঃ লতিফ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন বাবরু দুই জনেই আনারস প্রতীক নিয়ে ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা দুই জনই আনারস প্রতীক চেয়েছেন।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতীক বরাদ্ধে আগে কোন প্রার্থী যদি প্রতীক নিয়ে প্রচারণা বা ভোট চায় তাহলে ওই প্রার্থীর বিরুদ্ধে অর্থ দন্ডসহ কারাদন্ডে আইন রয়েছে। এমন কি নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হয় এমন কিছু করলে তাদের মনোনয়ন বাতিল করারও বিধান রয়েছে। আগামী ২০ মে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্য/সদস্যাদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj