এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় শ্বশুরকে পিঠিয়ে ফিল্মি স্টাইলে স্ত্রীকে অপহরণের চেষ্টা করেছে স্বামী। এ ঘটনায় জনতা স্বামীসহ ৪ ব্যক্তিকে আটক করেছে। তবে স্বামীর অভিযোগ তার স্ত্রী প্রেমিককে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ নিয়েও উভয়পক্ষের মাঝে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাসও আটক করা হয়।
পুলিশ ও উভয়পক্ষের বক্তব্যে জানা যায়, ৫ বছর আগে লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের রিকশা চালক লিবাছ আলীর কন্যা আরমিনা (২৫)কে বিয়ে দেয়া হয় চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের কলন্দর মিয়ার পুত্র লাইটেস চালক হাবিব মিয়া (২৮) এর সাথে।
বিয়ের পর তাদের কোলজুড়ে একটি সন্তান জন্মগ্রহণ করে। এরপরে হাবিব মিয়া যৌতুকের জন্য আরমিনাকে নির্যাতন শুরু করে।
দুই বছর আগে আরমিনাকে সন্তান রখে পিত্রালয়ে পাঠিয়ে দেয় হাবিব। এরপর থেকে সে তার পিত্রালয়ে বসবাস করছিল এবংহাবিবসহ অন্যান্যদের বিরুদ্ধে আদালতে মামলা করে।
মামলার হাজিরা দিয়ে বের হলে ওই এলাকায় তার স্বামী হাবিব ও তার ভাই ফটিক, ওয়াহিদ ও একই গ্রামের আব্দুল করিমের পুত্র বিল্লাল (৩০), জোরপুর্বক আরমিনাকে অপহরণের চেষ্টা চালায়।
এতে তার পিতা বাঁধা দিলে তাকে পিঠিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এসে স্বামীসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আরমিনার স্বামী হাবিব জানায়, মুড়াকড়ি গ্রামের মাসুক নামের এক যুবকের সাথে আরমিনায় পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ কারণে তাকে বিদায় করে দেয় সে।
ওই সময় বেবিষ্ট্যান্ড এলাকার ভাই ভাই হোটেলে মাসুকের সাথে খাচ্ছিল। এ সময় আরমিনাকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাসুক এ সময় পালিয়ে যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj