এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যা মামলায় ৫ আসামির জামিন না-মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া জেলা জজ আদালতে ২ আসামির মিসকেস থাকায় ওই মামলার চার্জশীটও গ্রহণ করেননি আদালত।
মঙ্গলবার বেলা ১টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত আসামি জুয়েল, রুবেল,শাহেদ, সালেহ আহমেদ ও বশিরের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল ওই মামলায় চার্জশীট শুনানীর পূর্ব নির্ধারিত তারিখ ছিল। একই দিন ৫ আসামির জামিন আবেদন করেন বিবাদীপক্ষের আইনজীবীগণ।
এদিকে, ওই মামলার ২ আসামি আব্দুল আলী ওরফে বাগল ও হাবিবুর রহমান আরজু ইতোপূর্বে জামিন আবেদন করে বিজ্ঞ জেলা জজ আদালতে মিসকেস করেন। গতকাল মামলার শুনানীকালে জেলা জজ আদালতে ২ আসামির মিসকেস থাকায় ৫ আসামির জামিন না- মঞ্জুর করেন আদালত। এমনকি মামলার চার্জশীট গ্রহণ না করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মামলার আগামী তারিখ ২৫ মে।
আদালতে বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন-তকদির মোঃ বেনজির জনাব। এর আগে ৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো.মোকতাদির হোসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মো. কাউছার আলমের আদালতে ৯ জনকে আসামি করে এ অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন।
নিহত শিশুরা হলো, সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে প্রথম ৩ জন সম্পর্কে আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী।
উল্লেখ্য চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৪ শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালু মিশ্রিত মাটির নিচে ওই চার শিশুর মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, শিশু মনির, শুভ ও তাজেলের বাবার সঙ্গে একটি বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের পঞ্চায়েত আব্দুল আলী বাগালের বিরোধ ছিল। এর জের ধরে ওই চার শিশুকে অপহরণের পর হত্যা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj