বিনোদন ডেস্ক : অনেকে মনে করেন, বাবা অনিল কাপুরের জন্যই বলিউডে বাড়তি সুবিধা পেয়েছেন মেয়ে সোনম। কিন্তু সোনমের দাবি, একেবারেই উল্টোটা। বাবা অনিল কাপুরের কোনো সাহায্য বা উপদেশ নাকি একেবারেই নেননি কন্যা সোনম কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম বলেন, ‘২০০৯ সালে আমার দিল্লি ৬ সিনেমাটি মুক্তি পাওয়ার পরই প্রচুর প্রশংসা পেয়েছি। আমার তখন মাত্র ২১ বছর। কিন্তু বাবার ওপর একেবারেই নির্ভর করিনি। তার কোনো উপদেশও শুনিনি। আমি নিজের মতো চলতাম।’
সোনম বলেন, ‘সবাইকে বলতে শুনতাম আমি অনিল কাপুরের মেয়ে। মুখে রুপোর চামচ নিয়ে জন্মেছি। আমার আর চিন্তা কী! আমি ওই অল্প বয়সেই ঠিক করেছিলাম বাবার গাইডেন্স নেবো না। নিজের মতে আর নিজের মতো করে চলবো। তাই বাবার কোনো কথাই কানে তুলিনি। এখন বুঝতে পারি, আমার সিদ্ধান্ত ভুল ছিল। আমি পুরোপুরি ভুল করেছি। আমার উচিত ছিল বাবার কাছে যাওয়া, তার সাহায্য চাওয়া। কিন্তু আমি বরাবর গরম মেজাজ নিয়ে চলেছি। তার পরামর্শ মেনে নিলে আজ আমার ক্যারিয়ারটা একেবারেই অন্যরকম হতো।’
আত্মোপলব্ধিতে সোনম আরও বলেন, ‘আমার কাছে সিনেমার যেসব চরিত্র এসেছে, আমি সেই সবগুলোতেই ফিট-ইন করার চেষ্টা করেছি। এটাও ভুল ছিল। ছবির অফার বড় হোক বা ছোট, মন থেকে সেটা করার সায় মিললে, তবেই সেটা করা উচিত। মন থেকে বিশ্বাস না করা পর্যন্ত রোল অ্যাকসেপ্ট করা উচিত নয়। যেমন আমার ফ্যাশন সেন্স-এ আমি আস্থা রাখি, তাই ফ্যাশন এনডোর্সমেন্ট পাই। সিনেমার ক্ষেত্রেও সেটা করতে হবে। এখন বয়স বেড়েছে। এবার বুঝতে পারছি কী করা উচিত।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj