এম এ আই সজিব : হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে নৌকায় ধান তুলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ শতাধিক আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১১ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টা ২ দফায় থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাশিপুর গ্রামের হাজী চান্দ আলী ও আজমান মিয়ার লোকজনের মাঝে নৌকায় আগে পরে ধান তুলা নিয়ে বাকবিত-া হয়। এ সময় ওই নৌকার মাঝি সালামত আলীসহ শ্রমিকদের মারধর করা হয়। এ ঘটনার জের ধরে ওই সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়।
খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সন্ধ্যায় চিকিৎসা নিতে আসা রোগীরা হবিগঞ্জ সদর হাসপাতালে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানার একদল পুলিশ ১১ দাঙ্গাবাজকে আটক কওে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটকৃতরা হলঃ- হাজী চান্দ আলী (৭০), রুসমত আলী (৬০), রুমন মিয়া (৪০), মোতালিব (৩০), জাহেদুল (২৫), দিদার (৬০), সামছুল হক (২০) ও সাজন মিয়া (২১) নামের ৮ দাঙ্গাবাজকে আটক করে।
সংঘষ চলাকালে গুরুতর আহতরা হলঃ- আব্দুল আহাদ (৩০), রাজবানু (৩৫), জাহির মিয়া (২৫), ওয়াসিম (৩০), ওসমান মিয়া (৩৫), আলমগীর (৩০), আকবর (২৫), মলাই মিয়া (৩৫), সাফিয়া (৪০), রুমন মিয়া (২৫), শুকুর আলী (৩৫), আলামিন (২৫), ফুল মিয়া (৭০), খুর্শেদ আলী (৬৫), নাজু মিয়া (২৫), দিলূ মিয়া (২৮), জাহিদ (৩০), মহিন মিয়া (২৫), আক্তার (২৫), আব্দুল্লাহ (২৬), আব্দুল হাই (৩৫), তাজুল (১৮), জাকারিয়া (১২), মোজাম্মেল (১৫), স্বপন মিয়া (১৭), মর্তুজ আলী (৩৫), কামরুল (৩২), সেলিম (৩৫), তৈয়ব আলী (৪০), বেনু মিয়া (৪০), উজ্জল মিয়া (২০), জামিল মিয়া (৩০), আবিদ আলী (১৫), মুহিদুল (১৮), আওয়াল (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া আশংকাজনক অবস্থায় নুর উদ্দিন, জাহির মিয়া, নাজু মিয়া, লায়েছ মিয়া আঃ খালেককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ১১ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj