খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাটের পল্লীতে স্ত্রীর সহযোগিতায় ৪ দুর্বৃত্তের হাতে রুমন খুনের মূল রহস্য উদ্ঘাটন হয়েছে। ঘটনার সাথে জড়িত ৫ খুনির মধ্যে ৪ জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অন্যজন পলাতক থাকলেও পুলিশ তাকে গ্রেফতারে মরিয়া। গ্রেফতারকৃত খুনি নিহতের স্ত্রী কলসুমা আক্তার ও তার প্রেমিক আব্দুল আলী ৬৪ ধারায় জবানবন্ধীতে খুনের সাথে জড়িত থাকার পুরো বিষয়টি অকপটে শিকার করেছে বলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় থানা কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন। তিনি জানান,কলসুমা এবং তার প্রেমিক আব্দুল আলীকে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করা হলেও গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে অপর দুই আসামী আবুল হোসেন (৪২) ও ছুরুক আলী (৬০)কে তাদের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী মীর হোসেনকে শীঘ্রই গ্রেফতার করা হবে বলে ওসি আশাবাদ ব্যক্ত করেন এবং খুব দ্রুত সময়ে মামলার চুড়ান্ত রিপোর্ট দেওয়ার সম্ভব বলেও তিনি জানান।
উল্লেখ্য যে,চুনারুঘাট উপজেলা জালিয়া বস্তির সংলগ্ন (আমিরপুর) সমা গ্রামে পরকীয়া জেড়ে খুনের ঘটনায় পুলিশ নিহত রুমনের স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হল-উপজেলা বাসুল্লা গ্রামের কুখ্যাত বনদুস্য একাধিক মামলার আসামী আবুল মিয়া (৪০), ছুরুক মিয়া (৫৫), প্রেমিক আব্দুল আলী ও নিহত রুমনের স্ত্রী কলসুমা আক্তার (২২) কে পুলিশ আটক করেছে। গতকাল রোববার দুপুরে তাদের ৬৪ধারা জবানবন্দিতে আব্দুল আলী ও কলসুমা আক্তারকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, চুনারুঘাটে জালিয়া বস্তির সংলগ্ন (আমিরপুর)সমা গ্রামে বসত ঘরে প্রবেশ করে রুমন মিয়া (২৭)কে কুপিয়ে হত্যা করা ঘাতকরা। গত শনিবার গভীর রাতে উপজেলার মিরাশি ইউনিয়নের আমিরপুর (সমা) গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রুমন মিয়া ওই এলাকার ইসমাইল মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়,শনিবার গভীর রাতে তার স্ত্রীসহ পূর্ব পরিকল্পিতভাবে একদল ঘাতক ঘরের ভিতরে প্রবেশ করে রুমন মিয়াকে দারালো অস্ত্র দিয় কুপিয়ে হত্যা করে।
রুমন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকাল ৭টায় দিকে আনোয়ারা বেগম পুত্রের ঘরে প্রবেশ করে দেখেন বিছানায় পড়ে আছে রুমেনে মৃত দেহ। পাশের খুটিতে বাধা অবস্থায় রয়েছে রুমনের স্ত্রী কুলসুমা আক্তার। এ দৃশ্য দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এসএসআই সেলিম মিয়া ও এএসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে গত শনিবার নিহত রুমরেন লাশ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। নিহত রুমনের মা জানান, আামর দ্বিতীয় ছেলে রুমনের সাথে ৫ বছর আগে বিয়ে হয় একই এলকার কুলসুমার সাথে।
দাম্পত্য জীবনে কন্যা সন্তান জান্নাত ৩ বছর ও ইসরাত নামে ১০ মাসের ২টি সন্তান রয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj