সৈয়দ শাহান শাহ পীর- হবিগঞ্জ সদর উপজেলার সুতাং অঞ্চলে চাষের জমি কমছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, সুতাং অঞ্চলের অলিপুরসহ উক্ত জেলার প্রায় অধিকাংশ এলাকা এমন কি সারাদেশেই ক্রমশ চাষের জমি কমে যাচ্ছে। আর তার একমাত্র কারণ দেশ বেদেশি এক শ্রেণীর শিল্পপ্রতিদের মিল কল-কারখানা গড়ে তুলার কারণ। যদিও গ্রাম এলাকা উন্নত হচ্ছে তবে অন্যদিকে জায়গা জমি কিন্তু কমে যাচ্ছে। সে দিকেও নজর দেয়া খুবই জরুরী।
সম্প্রতি বছর গুলোতে একদিকে যেমন চাষের জমিতে মিল কল-কারখানা স্থাপন অন্যদিকে জমিতে পুকুর খনন। ফলে, সুতাং অঞ্চলের অলিপুর এবং উক্ত জেলাসহ প্রায় সারাদেশে ধান জমি, সবজির জমিসহ বিভিন্ন ফল ফসলাদির চাষাবাদ যোগ্য জায়গা জমি ধীরে ধীরে কমে যাচ্ছে। উল্লেখ্য,বর্তমানে উল্লেখিত এলাকার বাজার গুলোতে ধান সবজিসহ বিভিন্ন ফসলাদি দেখা গেছে কম উঠে। যদি এঅবস্থা চলতে থাকে যেমন, জমির স্থানে যত্রতত্র শিল্পস্থাপনা সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, পুকুর খনন আবার কোনো কোনো একাধিক জমির উপর নতুন নতুন হাট বাজার স্থাপন করাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় দেশের জায়গা জমি, মাঠ ক্রমশ কমে যাচ্ছে। তবে লোক সংখ্যা বেড়েই চলেছে।
ভূসম্পদ বাড়ছে না। বরং কমছে। ফলে অদূর ভবিষ্যতে খাদ্যশষ্য শূণ্যের কোটায় এসে যাওয়া বিচিত্র নয়। আর তার ফলে বিদেশের প্রতি চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj