নবীগঞ্জ প্রতিনিধি॥ ভূয়া কবির প্রচার-প্রচারণায় সয়লাভ হয়ে গেছে নবীগঞ্জ শহর। সাহিত্য চর্চ্চার অজুহাতে জাতীয় কবিতা পরিষদ নামের একটি ভূয়া সংগঠন প্রতিনিয়ত অসংখ্য ভূয়া কবি তৈরি করছে।
ভূয়া কবি তৈরির এ কারখানায় টাকা দিলেই বানিয়ে দেয়া হয় কবি। লাগেনা কোন শিক্ষাগত যোগ্যতা,লাগে না কোন লেখালেখি বা সাহিত্য চর্চ্চার অভ্যাস। প্রয়োজন নেই কোন কবিতা লেখা বিন্দুমাত্র সাহিত্য চর্চার হাতেকড়ি। টাকার বিনিময়ে তারা সম্ভ্রান্ত পরিবারের কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মধ্যে কবি নামের সম্মাননা সার্টিফিকেট বিক্রি করছে দেদারছে।
আর এসব ভূয়া কবিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লীকবি জসীম উদ্দিন,ছন্দের জাদুগর সত্যেন্দ্র নাথ দত্তসহ দেশের খ্যাতনামা কবিদের কবিতার লাইন কাটপিছ করে নিজের নামে কবিতা তৈরি করছে। যা সম্পূর্ন বে-আইনী ও হাস্যকর। আর এসব ভূয়া কবিদের ভীড়ে দিন দিন হারিয়ে যাচ্ছে প্রতিভাবান কবিরা।
যত্রতত্র কবিদের পদচারনা দেখে আসল কবি বা সাহিত্য চর্চ্চায় আগ্রহী লোকজন আগ্রহ হারিয়ে ফেলছেন। শুধু তাই নয় এ সংগঠনটি পদক বানিজ্যের সঙ্গেও জড়িত। তাদের টার্গেট সমাজের বিত্তশালী ব্যক্তিরা। টাকার বিনিময়ে তারা ওই সকল ব্যক্তিদের স্থানীয়ভাবে ও ঢাকার বিভিন্ন বেনামী সংগঠনের নিকট থেকে সম্মাননা পদক এনে দেয়। এছাড়া ঐ সংগঠনটি কিছুদিন পরপর নবীগঞ্জে বিভিন্ন অনুষ্টানকে সামনে রেখে ম্যাগাজিন প্রকাশের কথা বলে বিভিন্ন দানশীল ব্যক্তি ,ব্যবসায়ী ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। তাদের চাদাঁবাজীর হাত থেকে রক্ষা পায়নি শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এ যেন নবীগঞ্জে কবিতা ও সাহিত্য চর্চ্চার রমরমা বানিজ্য। আর নবীগহ্ধেসঢ়;জ বসে গোটা কয়েক ভূয়া কবিদের নিয়ে গঠন করা হয় জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার কমিটি। যা সুশীল সমাজের মানুষের কাছ হাস্যকর বটে। য়ার ফলে এ নিয়ে নবীগঞ্জের সুশীল সমাজ ও সচেতন মহলে নান প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই ঐসব ভূয়া সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন তারা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj