উত্তম কুমার পাল হিমেল/এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ আগামী ২৮ শে মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন জমার শেষ দিনে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ নির্বাচন অফিসে ও স্ব-স্ব দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে চেয়ারম্যন পদে ৭৯ জন,সাধরন সদস্য পদে ৫ শত ৬২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ শত ৬৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চেয়ারম্যান,সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন কমিশন সুত্রের তথ্য মোতাবেক জানাযায়, আগামী ২৮ শে মে চতুর্থ দফায় নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান,সাধারন সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র জমা শেষ হয়। প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ৫ মে যাছাই-বাছাই করা হবে।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়সীমা আগামী ১২ মে নির্ধারন করা হয়েছে। এছাড়া দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ১৩ মে। নবীগঞ্জে ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের বিরাজ হয়েছে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj