স্টাফ রিপোর্টার ॥ এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ গরীবের মুখে হাঁসি ফুটানোর জন্য রাজনীতি করে। তাই জনগণ এ সরকারকে বারবার তাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে। তিনি বলেন, আমি যখন একটি পরিবারের মাঝে কোনকিছু তুলে দিতে পারি তখন নিজের রাজনীতির স্বার্থকতা অনুভব করি।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হরিজন সম্প্রদায়ের মাঝে রিক্সা ও ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ কর্মীদের মাঝে বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাসলিমা আকতার, সদর উপাজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, লুকড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আব্বাস, নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, পইল ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী প্রমুখ।
উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবার সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এমপি আবু জাহির হরিজন সম্প্রদায়ের মাঝে ২১টি রিক্সা ও ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ কর্মীদের মাঝে ১০টি বাই-সাইকেল বিতরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj