সৌদিআরব প্রতিনিধি : হঠাৎ বন্ধ হয়ে গেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সেবা কার্যক্রম। আর এতে বিপাকে পড়েছেন সৌদি আরবের বিভিন্ন শহর থেকে সেবা নিতে আসা হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।
যদিও দূতাবাস সূত্রে বলা হয়, ‘যান্ত্রিক ক্রুটির কারণে সাময়িকভাবে ডিজিটাল পাসপোর্ট সেবা বন্ধ’।
তবে অনুসন্ধানে জানা যায়, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রিয়াদের বলদিয়া (নগর পৌর কর্তৃপক্ষ) বন্ধ করে দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের একজন কর্মকর্তা সৌদি বলদিয়া কর্তৃক বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করলেও অন্য কয়েকজন কর্মকর্তা যান্ত্রিক ক্রটির কারণে পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকার কথা জানান।
তবে যান্ত্রিক ত্রুটির কারণে ডিজিটাল পাসপোর্ট সেবা বন্ধ হতে পারে কিন্তু এনালগ পাসপোর্ট রিনিউ করানোর কাজও কেন বন্ধ এমন প্রশ্নের কোন সদুত্তর তারা দিতে পারেননি।
এদিনে দেখা যায় দূতাবাসে পাসপোর্ট সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা নিরুপায় হয়ে কি করবে বুঝতে না পেরে হতবিহ্বল দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।
প্রায় ৫০০ মাইল দূর থেকে আসা একজন বাংলাদেশি কান্নাস্বরে জানান, ‘অনেক কষ্টে ছুটি নিয়ে এসেছি স্পন্সর থেকে। কিন্তু কাজের কাজ কিছুই হলনা। আসা যাওয়ায় প্রায় ৪০০ রিয়াল (বাংলাদেশি ৮ হাজার ৪০ টাকা) খরচ হয়েছে। আমরা কি লাখ টাকা বেতন পাই যে আবারও ৪০০ রিয়াল খরচ করে আসব?’
একটি বেসরকারী কোম্পানিতে কর্মরত মুরাদ আহসান বেশ আক্ষেপ করে বলেন, সৌদি আরবের মত একটি পরিষ্কার পরিছন্ন দেশেও যদি অপরিচ্ছন্নতার কারণে আমাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে এর চাইতে বড় লজ্জার ব্যাপার আর কি হতে পারে? রাজনৈতিক বিবেচনায় দূতাবাসে অদক্ষ লোকদের নিয়োগ দেওয়া হয় বলেই প্রবাসী শ্রমিকদের এমন হেনস্তার মুখোমুখি হতে হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দূতাবাস পুনরায় চালু করার আগে বেশ কিছু শর্ত দিয়েছে বলদিয়া তথা নগর কর্তৃপক্ষ। শর্তগুলো পূরণ করে পুনরায় চালু করাটা বেশ সময় সাপেক্ষের ব্যাপার।
কিন্তু ততদিন পর্যন্ত আকামা কিংবা জরুরি প্রয়োজনে দেশে যাওয়ার জন্য যাদের পাসপোর্ট নবায়নের প্রয়োজন পড়বে তারা কি করবে?
এক উদ্বিগ্ন প্রবাসীরা জানান, এ অবস্থা বহাল থাকলে বাবা-মা কেউ মারা গেলেও দেশে যাওয়া সম্ভব হবে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj