রাজীব দেব রায় রাজু, মাধবপুর থেকে ॥ তথ্য নেই তথ্য বাতায়ন কেন্দ্রে শুভংকরের ফাঁকি শিরোনামে গত মঙ্গলবার দৈনিক আজকের হবিগঞ্জে একটি সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে পুরো উপজেলায় হৈচৈ পড়ে যায়। অফিস পাড়াগুলোতে চলে চুলচেড়া বিশ্লেষন। গতকাল বুধবার “টক অফ দা টাউন” শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে পরে। বুধবার জাতীয় তথ্য বাতায়ন সাইটে প্রবেশ করে দেখা যায় প্রকল্প বাস্তবায়ন অফিসের কিছু তথ্য আপলোড করা হয়েছে। সাইটে অনেক খোজাখুজি করে দেখা যায়- ২০১৪- ২০১৫ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পগুলো আপলোড করা হয়েছে। কিন্তু ব্রিজ কালভার্ট কর্মসূচি, টি আর কাবিখা প্রকল্পগুলো বুধবার দুপুর পর্যন্ত আপলোড করা হয়নি। এ নিয়ে জনমনে চড়ম অসন্তোষ বিরাজ করছে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন জানান, আশা করি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সকল তথ্য আপলোড করা হবে। জনগনকে অন্ধকারে রাখা ঠিক হচ্ছে না। এ জন্য জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম জানান, সরকার চাচ্ছে জনগন সব তথ্য জানুক। তাহলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য কেন সাইটে দেওয়া হবে না। এজন্য প্রকল্প বাস্তবায়ন কমকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন। বিশিষ্ট ব্যবসায়ী সাদেক মিয়া বলেন, জন গুরুত্বপূর্ন প্রকল্প গুলো লুটপাট হচ্ছে। যখন সাইটে সব তথ্য দেওয়া হবে তখন জনগন কাজের খবর নিবে এবং তদারকি করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj