স্টাফ রিপোর্টার-মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে নিরিহ কৃষকের মালামাল লুট করে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালীরা। সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে নিরিহ কৃষক ফরিদ মিয়া ও তার পরিবার। এ বিষয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের মৃত আঃ সহিদের পুত্র মাসুক মিয়া এবং জলফু মিয়ার পুত্র ফরিদ মিয়ার মাঝে গত কয়েক বছর যাবত জমি সংক্রান্ত্র বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ১৯ ই এপ্রিল মঙ্গলবার সকালে কমলানগর গ্রামের প্রভাবশালী মৃত আঃ সহিদের পুত্র মাসুক মিয়া (৩৬)এবং তালিব হোসেনের পুত্র আঃ ছোবান(৪৮) গংরা একই গ্রামের নিরিহ কৃষক জলফু মিয়ার পুত্র ফরিদ মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর বাসিন্দাদের মারপিট করে আসবাপত্র ভাংচুর এবং মালামাল লুট করে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,মাসুক মিয়া এবং ছোবান মিয়া গংরা নিরিহ কৃষক ফরিদ মিয়ার বসত ঘরের ওপরের টিনের চাউনি খুলে ঘরে প্রবেশ করে ব্যাপকভাবে মূল্যবান জিনিসপত্র ভাঙ্গচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সব কিছু লুট করে নিয়ে যাওয়ার ফলে নিরিহ কৃষক ফরিদ মিয়ার পরিবার সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। বসত বাড়ীতে হামলাকালে নিরিহ কৃষক ফরিদ মিয়া ও তার পরিবারের লোকজন প্রভাবশালী মাসুক মিয়া ও ছোবান মিয়াকে বাধাঁ দেয় ।
কিন্তু প্রভাবশালী মাসুক মিয়া এবং আঃ ছোবান গংরা বাধাঁ উপেক্ষা করে পাল্টা হামলা চালিয়ে নিরিহ কৃষক ফরিদ মিয়াসহ বাড়ির বাসিন্দাদের পিটিয়ে আহত করে। আহত কৃষক ফরিদ মিয়াসহ বাড়ির বাসিন্দাদের মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দিন তাৎক্ষনিক খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ বিষয়ে নিরিহ কৃষক ফরিদ মিয়া বাদী হয়ে কমলানগর গ্রামের মৃত আঃ সহিদের পুত্র মাসুক মিয়াকে প্রধান আসামী করে ১৩জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে।মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান,ঘটনা তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। বর্তমান অবস্থায় আসামীরা পলাতক রয়েছে আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj