উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধ ॥ নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা মে ।
৪ ও ৫ মে বাছাই এবং ১২ই মে প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের জন্য ইউনিয়নগুলোকে ৫টি ভাগে করা হয়েছে। ৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। ১নং বড় ভাকৈর (পশ্চিম) ও ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা মৎস্য অফিসার রাশেদুজ্জামানকে।
৩নং ইনাতগঞ্জ, ৪নং দীঘলবাক ও ৬নং কুর্শি ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু সাঈম। ৫নং আউশকান্দি, ৯নং বাউসা ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিনকে।
৭নং করগাওঁ ও ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান। ১১নং গজনাইপুর, ১২নং কালিয়ারভাঙ্গা ও ১৩নং পানিউন্দা ইউনিয়নে দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা মোঃ সামছুল আলমকে। এদিকে নির্বাচনের তফসীল ঘোষনার সাথে সাথে নবীগঞ্জ উপজেলার সর্বত্র উৎসবের আমেজ শুরু হয়েছে।
দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি, পাড়ায়পাড়ায় এবং ছোট বড় হাট বাজারে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জনপদ। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬ হাজার ৪ শত ৫৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৫শত ১৪ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj